ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

“কিভাবে বাঁচবো আমি সাম্য?” – নিহত ছাত্রদল নেতার জন্য ফেসবুক স্ট্যাটাস

প্রকাশিত: ১৮:৫৯, ১৪ মে ২০২৫; আপডেট: ১৯:০৭, ১৪ মে ২০২৫

“কিভাবে বাঁচবো আমি সাম্য?” – নিহত ছাত্রদল নেতার জন্য ফেসবুক স্ট্যাটাস

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যর মর্মান্তিক হত্যাকাণ্ড দেশজুড়ে শোকের ছায়া ফেলেছে। মঙ্গলবার রাত ১১টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে ঘাতকের ছুরিকাঘাতে আহত হয়ে রাত ১২টার দিকে মৃত্যু ঘটে তার। ঘটনার পরপরই পুলিশ সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেপ্তার করেছে।

তবে এই ঘটনার সবচেয়ে হৃদয়বিদারক প্রতিচ্ছবি উঠে এসেছে সাম্যর প্রেমিকা রিশা নিতির একটি আবেগঘন ফেসবুক পোস্টে। নিজের প্রিয় মানুষকে হারিয়ে শোক ও অসহায়ত্বে ভেঙে পড়েছেন তিনি। সাম্যর সঙ্গে একটি ছবি পোস্ট করে রিশা লিখেছেন: 

“অন্ধকার জীবনে আলো হয়ে এসে আমাকে বাঁচতে শেখালে। আজকে নিজেই অন্ধকারে চলে গেলে। কিভাবে বাঁচবো আমি সাম্য? কি বুঝ বুঝিয়ে নিজেকে বুঝাতে পারব যে তুমি আর কোথাও নেই? ওপারে তুমি অনেক ভালো থেকো। কিন্তু এপারে আমার কি হবে?”

রিশার এই পোস্ট মুহূর্তেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। অনেকেই তার প্রতি সমবেদনা জানিয়ে কমেন্ট করেছেন, শেয়ার করেছেন। প্রেমিকের অকালে চলে যাওয়া যে একজন নারীর জীবনে কতটা গভীর শূন্যতা তৈরি করে, রিশার এই পোস্ট যেন তার নিঃশব্দ প্রমাণ।

আসিফ

×