ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

পঞ্চগড়ে সেনাবাহিনীকে নিয়ে বিআরটিএ’র অভিযান

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়

প্রকাশিত: ২৩:০৬, ১৪ মে ২০২৫; আপডেট: ২৩:০৬, ১৪ মে ২০২৫

পঞ্চগড়ে সেনাবাহিনীকে নিয়ে বিআরটিএ’র অভিযান

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়ানোসহ নির্বিঘ্নে ও নিরাপদ রাখতে সেনাবাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন অথোরিটি বিআরটিএ। বুধবার (১৪ মে) দুপুরে পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ফিটনেস বিহীন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার এবং, ড্রাইভিং লাইন্সেস না থাকার অভিযোগে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ট্রাক, বাস, প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এতে সেনাবাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশ সহায়তা করেন। এসময় পঞ্চগড় বিআরটিএ'র মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক বলেন, সড়কে দুঘটনা এড়াতে এ অভিযান।

আজকের অভিযানে বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

আসিফ

×