ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

মাহফুজকে যারা আঘাত করেছে, তারা হাসিনার দুঃশাসনের বিপরীতে যারা ভিন্ন ভোরের ইঙ্গিত হয়ে উঠতে চায় তাদের সকলের শত্রু: পিনাকী

প্রকাশিত: ০২:৪১, ১৫ মে ২০২৫; আপডেট: ০২:৪৩, ১৫ মে ২০২৫

মাহফুজকে যারা আঘাত করেছে, তারা হাসিনার দুঃশাসনের বিপরীতে যারা ভিন্ন ভোরের ইঙ্গিত হয়ে উঠতে চায় তাদের সকলের শত্রু: পিনাকী

ছবি: সংগৃহীত

প্রবাসী বাংলাদেশি লেখক, চিকিৎসক ও জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য বলেছেন, ‘মাহফুজকে যারা আঘাত করেছে, তারা হাসিনার দুঃশাসনের বিপরীতে যারা ভিন্ন ভোরের ইঙ্গিত হয়ে উঠতে চায় তাদের সকলের শত্রু।’

বুধবার (১৪ মে) দিবাগত রাত সোয়া ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে পিনাকী আরও লেখেন, ‘সকল দুর্বলতা থাকার পরেও আমরা মাহফুজকে ভালোবাসতাম! হ্যাঁ, ভালোবেসেছিলাম এই জন্য যে, সে ছিলো হাসিনার নিশ্ছিদ্র অন্ধকারে এক টুকরো আলো। সে আলো নিভে গেলে, আমরা আবার কীভাবে আরেক নতুন আগুন জ্বলাবো?’

‘মাহফুজের ওপর আঘাত করে আপনি কি হাসিনার প্রতিভূ হবেন?’ উল্লেখ করে তিনি প্রশ্ন রাখেন, ‘আপনি কি নিঝুমের মতো নিঃশ্বাস থামানো সেই অন্ধকার, নাকি পিয়ালের মতো লুকোনো খুনি? আপনি কি সেই ছায়া, যে ছাত্রলীগ আর খাকি পোশাকে গুলি চালিয়ে শহিদদের নিঃশ্বাস থামিয়ে দিয়েছিলো?’

এছাড়া, ওই পোস্টে পিনাকী ‘বিপ্লব একটি অসমাপ্ত কবিতার মতো’ উল্লেখ করে আরও লেখেন, ‘যার শেষ পংক্তি লিখতে হয় জয়ের কালি দিয়ে। মাহফুজকে আমাদের দরকার বিপ্লবের সেই শেষ পংক্তি লেখার জন্য। মাহফুজকে যারা আঘাত করেছে তারা বিপ্লবের শত্রু, তারা হাসিনার দুঃশাসনের বিপরীতে যারা ভিন্ন ভোরের ইঙ্গিত হয়ে উঠতে চায় তাদের সকলের শত্রু।’

সবাইকে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমের পাশে ‘দৃঢ়ভাবে দাড়ানো’র আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বুধবার (১৪ মে) তিন দাবিতে আন্দোলন করতে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে ঘটনাস্থলে গেলে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন উপদেষ্টা মাহফুজ আলম। এসময় বিক্ষোভকারীদের একটি অংশ ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার ও শোরগোল করতে থাকে। বক্তব্য দিতে মাইক্রোফোন হাতে নিলে হঠাৎ করেই সামনের দিক থেকে মাহফুজ আলমের মাথায় পানির বোতল ছুঁড়ে মারা হয়। এতে কথা শেষ না করেই তিনি ঘটনাস্থল ছেড়ে যান।

 

সূত্র: https://www.facebook.com/share/1EbrLw9BzT/

রাকিব

×