ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

ভারতের মাস্টারপ্ল্যানে ‘ইকোনমিক জোন’ বাস্তবে ‘বন-জঙ্গল’

প্রকাশিত: ০৭:২৯, ১৫ মে ২০২৫

ভারতের মাস্টারপ্ল্যানে ‘ইকোনমিক জোন’ বাস্তবে ‘বন-জঙ্গল’

ছবি: প্রতীকী

চট্টগ্রামের মীরসরাইয়ে প্রস্তাবিত ভারতীয় অর্থনৈতিক অঞ্চল (ইজেড) নিয়ে চলমান বিভ্রান্তির অবসান ঘটিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, প্রকল্পটি বাস্তবে এখনো কোনো অগ্রগতি পায়নি এবং সেটি বনভূমিতে অবস্থিত হওয়ায় কার্যত স্থবির অবস্থায় রয়েছে। এমনকি বিষয়টি এখন সম্পূর্ণভাবে স্থগিত বা ‘পজ’ অবস্থায় রয়েছে বলে জানানো হয়।

মঙ্গলবার (১৩ মে) রাজধানীতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়সভায় বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এসব কথা বলেন।

বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী ভাষ্যমতে, ভারতের অর্থনৈতিক অঞ্চলটি মূলত ৩৩ হাজার একরের একটি মাস্টারপ্ল্যানের অংশ ছিল, যেটি পরবর্তীতে প্রথম ধাপে ১০-১৫ হাজার একরে সীমিত করা হয়। তবে প্রকৃতপক্ষে কোনো নির্মাণ বা বাস্তব কাজ সেখানে শুরু হয়নি। বরং যে জায়গাটি ইজেড হিসেবে নির্ধারিত ছিল, সেখানে এখনো বন-জঙ্গলই রয়ে গেছে।

জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না জানিয়ে তিনি আরও বলেন, ‘চট্টগ্রাম বন্দর আমাদের সমগ্র বাংলাদেশের বন্দর। এটাকে বিশ্বমানের একটি বন্দরে আমরা রূপান্তরিত করতে চাই কিন্তু সবার আগে জাতীয় স্বার্থ। বিনিয়োগ ও কর্মসংস্থান বাংলাদেশের জাতীয় স্বার্থ, এটি দলীয় বা রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে।’

বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বিডা নিরন্তর কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমাদের দেশে বিনিয়োগের ক্ষেত্রে নানামুখী সংকট রয়েছে। এসব সংকট থেকে উত্তরণে আমরা এখন কী করছি, সামনের ছয় থেকে আট মাসের মধ্যে কী করব এসব বিষয়ে আপনাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হবে বলে প্রত্যাশা করি।’

তিনি বলেন, ‘আমরা আপনাদের আশ্বস্ত করে বলতে চাই, জাতীয় স্বার্থের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। চট্টগ্রাম বন্দর আমাদের সমগ্র বাংলাদেশের বন্দর। এটাকে বিশ্বমানের একটি বন্দরে আমরা রূপান্তরিত করতে চাই কিন্তু সবার আগে জাতীয় স্বার্থ, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ (আপোস) করা হবে না।’

 

সূত্র: https://www.youtube.com/watch?v=50ULiXfC5No

রাকিব

×