
ছবি: সংগৃহীত।
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী, মডেল ও অনুষ্ঠান সঞ্চালক নাজমী জান্নাত সম্প্রতি সেলিব্রেটি চ্যাম্পিয়ন ট্রফি আয়োজনে অংশগ্রহণ করেন, যেখানে তার একান্ত সাক্ষাৎকারে উঠে আসে ক্যারিয়ারের নানা দিক, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার অভিজ্ঞতা ও একান্ত ব্যক্তিগত জীবনের খোলামেলা কথা। সাক্ষাৎকারে তিনি তার একাকীত্ব, জীবনদর্শন ও প্রেম নিয়ে দৃষ্টিভঙ্গি অত্যন্ত অকপটে তুলে ধরেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
টিভি পর্দার পরিচিত মুখ নাজমী জান্নাত এখন শুধু অভিনয় আর উপস্থাপনাতেই থেমে নেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমানে তিনি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতাও করছেন। নতুন এই পরিচয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, "প্রথম দিন আমি অনেক নার্ভাস ছিলাম। তবে প্রধান শিক্ষক যখন ক্লাসে নিয়ে গিয়ে আমাকে পরিচয় করিয়ে দেন, তখন ছাত্রদের মধ্যে একটা ছেলে আমার জন্য গানও গায়। ওই দিনটা আমার জন্য একটু নার্ভাস, আবার খুবই স্পেশাল ছিল।"
পড়াশোনার পাশাপাশি জনপ্রিয়তার ভারও যেন একসঙ্গে টানছেন নাজমী। তিনি বলেন, "আমার ক্লাস যদি ১০টায় হয়, তাহলে আমি সাড়ে ৯টায় চলে যাই। কারণ, আধা ঘণ্টা তো চলে যায় ছাত্রদের সাথে সেলফি তুলতে তুলতেই। যদিও সময় নেয়, আমি সেটা উপভোগ করি।"
ছাত্রদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সমঝোতার কথাও বলেন তিনি। বয়সের ফারাক কম হওয়ায় তাদের সঙ্গে তিনি সহজেই মিশে যেতে পারেন বলে জানান।
তবে সবচেয়ে আলোচনার জন্ম দিয়েছে তার ব্যক্তিগত জীবন নিয়ে দেওয়া অকপট মন্তব্য। সাংবাদিকের প্রশ্নে নাজমী বলেন, "আমি অনেক বছর ধরে সিঙ্গেল—মানে এক্সট্রিম লেভেলের সিঙ্গেল।" তিনি আরও যোগ করেন, "আমি ডেটিং করি না, কারও সাথে কফি খেতে যাই না, এমনকি নিয়মিত গুড মর্নিং-গুড নাইট মেসেজও পাই না।"
বর্তমান সময়ের ‘টাইমপাস প্রেম’ সম্পর্কে স্পষ্ট বিরক্তি প্রকাশ করে তিনি বলেন, “আমি ৯০ দশকের প্রেমে বিশ্বাসী। আমার সঙ্গে প্রেম মানেই সেটা সরাসরি বিয়ের দিকে যাবে। আমি ওই ঘরানার মানুষ নই যে আজ প্রেম করলাম, কাল ব্রেকআপ করলাম।”
একজন পুরুষকে কীভাবে পছন্দ করেন—এ প্রশ্নে তিনি বলেন, "ভদ্রতা, সম্মান আর মার্জিত আচরণ আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাকে আপনি করে বললে আমার ভালো লাগে। এমনকি দরজা খুলে দেওয়ার মতো ছোট বিষয়গুলোও আমার কাছে বড় হয়ে ওঠে।"
নাজমীর কথায় ধরা পড়ে এক আত্মবিশ্বাসী নারীর প্রতিচ্ছবি, যে নিজের ক্যারিয়ার, একাকীত্ব, এবং ভবিষ্যৎ জীবন নিয়ে পরিষ্কার অবস্থান রাখে। তিনি বলেন, “আমি চাই না এখন আমার জীবনে কোনো প্যারা আসুক। আমার জীবনে আমি যেভাবে আছি, তাতে আমি খুবই স্যাটিসফাইড।”
শেষমেশ, নিজের আত্মনির্ভরতা ও স্বতন্ত্র অবস্থান নিয়ে তিনি জানান, “আমার নিজের উপার্জনেই আমার জীবন চলে। আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমি হোস্টিং করি, মডেলিং করি, আমার প্রচুর ক্যাম্পেইন থাকে। কারো উপর নির্ভর করতে হয় না। তাই এই লাইফটাই আমি খুব এঞ্জয় করি।”
নুসরাত