ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৪ মে ২০২৫, ৩১ বৈশাখ ১৪৩২

আবারও বিপাকে আমির খান

আনন্দকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৯:১৭, ১৪ মে ২০২৫

আবারও বিপাকে আমির খান

আমির খান

ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে যেখানে বহু অভিনেতাদের যুদ্ধে খোলাখুলিভাবে ভারতকে সমর্থন করতে দেখা গিয়েছিল, সেখানে বলিউডের প্রথম সারির অভিনেতারা অনেকেই চুপ ছিলেন। আর এটাই তাদের অনুরাগীরা বিশেষ ভালোভাবে নেননি। আর তাই সোশ্যাল মিডিয়ায় আমির খানের আসন্ন ছবি বয়কটের ডাক দিয়েছেন বহু লোকজন। সদ্য মুক্তি পেয়েছে আমির খানের ‘সিতারে জমিন পর’ ছবির ট্রেলার। তবে মুক্তির পরই বলিউড সুপারস্টার আমির খানের ছবি আবারও প্রশ্নের মুখে এসে পড়েছে। ২০১৭ সালে ‘সিক্রেট সুপারস্টার’-এর পর থেকে আমিরের সব ছবিই খুব খারাপভাবে মার খেয়েছে। তবে যেহেতু ‘তারে জামিন পার’-এর সিক্যুয়েল ছবি ‘সিতারে জামিন পর’ নিয়ে বহু আগে থেকেই অনেক আলোচনা হয়েছে, তাই মনে করা হচ্ছিল যে এই ছবিটি আমিরের ক্যারিয়ারের পুনর্জন্মে সাহায্য করতে পারে। কিন্তু নাহ, মনে হচ্ছে সে গুড়ে বালি, কারণ ট্রেলার মুক্তির পরই এই ছবিটিও বয়কটের দাবি উঠল। মাইক্রোব্লগিং সাইট এক্স-সিতারে জামিন পর’ ছবিটিকে খারাপভাবে ট্রোল করা হচ্ছে এবং লোকজন ছবিটি দেখতে না যাওয়ার জন্য আবেদন করছেন। ঠিক কী ঘটেছে? প্রসঙ্গত, জানা যায়, এর আগে ‘লাল সিং চাড্ডা’কেও ঠিক এভাবেই তুলোধনা করা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় আমিরের ছবির পোস্টারে ক্রস শেয়ার করে লিখেছেন, ‘আমরা বয়কট তুরস্ক-কে সমর্থন করছি এবং আজারবাইজানকে বয়কট করছি, আরং এখন সময় এসেছে ‘সিতারে জমিন পর’-কে বয়কট করার। কারণ বলিউডের এই তারকার কাছে দেশের জন্য সময় নেই। তবে এদেরই আবার পাকিস্তানি অনুরাগীদের মনে আঘাত করতে চাননা। এই দুর্বৃত্তদের প্রতি আমার কোনো সহানুভূতি নেই। কোনও অভিনেতা-অভিনেত্রী বা ছবির প্রতি আমার কোনও সমর্থন নেই। ‘ আরেকজন লিখেছেন, ‘দেশ সুপ্রিম, তবু এই বলিউডে তারকাদের বয়কট। কারণ তাদের দেশের জন্য সময় নেই।’ সোশ্যাল মিডিয়ায় এক নেটিজেন তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে আমির খানের ছবি পোস্ট করে লিখেছেন, ‘আপনি কি ভুলে গেছেন? একজন লিখেছেন- আমাদের এই স্টারের পাকিস্তানের জন্য এতটাই ভালোবাসা যে দেশের সেনাবাহিনীর সমর্থনে একটা টুইটও করেননি। এভাবে ‘সিতারা জমিন পার’-কে নিয়ে খারাপভাবে ট্রোল করা হচ্ছে। তবে এর মাঝেও আমির ছবির ট্রেলারে পছন্দ করেছেন আমির খানের ভক্তরা। ছবিটির আগের পার্টটি সুপারহিট হয়েছিল এবং অনুরাগীরা এটার সিক্যুয়ালের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। এমনকি ট্রেলারটি মুক্তির সাথে সাথে ভাইরাল হয়েছিল।

প্যানেল

×