
ছবিঃ সংগৃহীত
সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দ্বিধা-দ্বন্দ্ব বিএনপিকে একটি দীর্ঘমেয়াদী ফাঁদে ফেলে দিয়েছে। এখন বিএনপি কামড় দিলেও অনেকেই ভাববে, তাদের আর দাঁত নেই।
সম্প্রতি একটি টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, "আমি যতটুকু রাজনীতি বুঝি, বিএনপি এখন তার ‘বাইটিং পজিশন’ হারিয়ে ফেলেছে। বিএনপি দেশের সবচেয়ে বড় জনপ্রিয় দল। তাদের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ থাকলেও, সবাই বিএনপিকে একটি 'সফট পাওয়ার' হিসেবেই জানে। দলটি তুলনামূলকভাবে আওয়ামী লীগের মতো আক্রমণাত্মক বা খারাপ ভাষা ব্যবহার করে না। এটি একটি কাঠামোবদ্ধ দল, যেখানে সবাইকে নিয়ে চলার চেষ্টার প্রমাণ রয়েছে অতীতে।"
তিনি আরও বলেন, "আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি আগেও উঠেছিল, তখন বিএনপি বলেছিল—না, তারা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধ চায় না। তারা চায় সবাইকে নিয়ে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। তখন বিষয়টি মীমাংসিত হয়েছিল। কিন্তু যখন এটি আবার সামনে এলো, সেই সময় বিএনপির দ্বিধাগ্রস্ত আচরণ তাদের দীর্ঘমেয়াদী ফাঁদে ফেলে দিয়েছে বলে আমি মনে করি।"
সবশেষে ব্যারিস্টার শামীম বলেন, "বিএনপি অতীতে রাষ্ট্রপতির সিদ্ধান্ত বাতিল বা পদত্যাগ চাওয়ার সময় কার্যকর অবস্থান নিতে পেরেছিল। স্বাধীনতা ঘোষণার বিষয় নিয়েও বিএনপি যুক্তিগ্রাহ্য অবস্থান নিয়েছিল। আবার সংবিধান বাতিল সংক্রান্ত ইস্যুতেও বিএনপির অবস্থান ছিল যুক্তিনির্ভর। সেই সময় পাঁচটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নিয়েছিল এবং পাঁচটিই বাস্তবায়িত হয়েছিল। কিন্তু এখন একটি বড় সিদ্ধান্ত তাদের বাদ দিয়েই বাস্তবায়ন হয়ে গেল। সেখানেই বিএনপির দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। ফলে এখন বিএনপি কামড় দিলেও অনেকে ভাববে, তাদের দাঁত আর নেই।"
ইমরান