ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, নীলফামারী

প্রকাশিত: ০০:৫৫, ১৫ মে ২০২৫

নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত আ. লীগ নেতা আবুল কাশেম গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আবুল কাশেম শাহ্ (৪৮) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৪ মে) রাত সারে ৯টার দিকে নীলফামারী জেলা সদরের টুপামারী বাজার হতে তাকে সদর থানা পুলিশ গ্রেপ্তার করে। আবুল কাশেম শাহ্ সদর উপজেলা আওয়ালীগের যুগ্ন সাধারন সম্পাদক ও টুপামারী শাহ্ পাড়ার মৃত নজরুল ইসলাম শাহ্ ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন আত্বগোপনে ছিলেন তিনি। ঘটনার সময় টুপামারী বাজারে অবস্থান করলে পুলিশ খবর পেয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নেয়। সদর থানার ওসি এম আর সায়িদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান আবুল কাশেম শাহ্ বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এ ছাড়া তিনি বিভিন্ন নাশকতার ঘটনার সাথে জড়িতর অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

আসিফ

আরো পড়ুন  

×