ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

জাতীয় সংগীত গাওয়া যাবে না, এ ধরনের বক্তব্য সমর্থনযোগ্য নয়: তুষার

প্রকাশিত: ০৩:০৫, ১৫ মে ২০২৫

জাতীয় সংগীত গাওয়া যাবে না, এ ধরনের বক্তব্য সমর্থনযোগ্য নয়: তুষার

ছবি: সংগৃহীত

জাতীয় সংগীত গাওয়া যাবে না, এটা আওয়ামী লীগের রাজনীতি, এ ধরনের বক্তব্য আমরা সমর্থন করি না বলে মন্তব্য করেছেন  জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সারোয়ার তুষার বলেন, আওয়ামী লীগ চেতনায় বিশ্বাসী রাজনীতি করেছে, সেই জায়গায় আমাদের সমালোচনা আছে। কিন্তু আমরা সেই ধারার রাজনীতি করব না। জাতীয় সংগীতকে যদি কেউ রক্ষা করতে চায় এবং তাতে যদি কেউ বলে যে এটি আওয়ামী লীগের রাজনীতি—এই কথাটাই আসলে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল।

তিনি আরও বলেন, আমরা জাতীয় সংগীত গাইব। কেউ আমাদের বাধা দিতে পারবেন না। আপনি না চাইলে না গাইবেন, কিন্তু আমাদের অধিকার রয়েছে গাওয়ার।

এসএফ

আরো পড়ুন  

×