
ছবি: প্রতীকী
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-সহ একাধিক উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান থেকে আগামী জুন মাসের মধ্যে বাংলাদেশ প্রায় সাড়ে ৩ বিলিয়ন ডলার ঋণ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
আজ বুধবার (১৪ মে) বাংলাদেশ ব্যাংক আয়োজিত এক সংবাদ সম্মেলনে দুবাই থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, আইএমএফ ছাড়াও বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এএইএইবি) থেকে এই অর্থ আসবে। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ উল্লেখযোগ্যভাবে বাড়বে।
বাজারভিত্তিক বিনিময় হার সংক্রান্ত বিষয়ে গভর্নর বলেন, ‘আইএমএফ-এর সঙ্গে করা চুক্তিতে তারা আমাদের বলেছিল এক্সচেঞ্জ রেট (বিনিময় হার) বাজারভিত্তিক করার জন্য। তবে সে সময় আমাদের বাজার প্রস্তুত না থাকায় আমরা সেটি বাস্তবায়ন করিনি। তবে এখন আমরা দেখছি বাজার যথেষ্ট স্থিতিশীল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এক্সচেঞ্জ রেট বাজারভিত্তিক করবো।’
বাজারে ডলারের তারল্য থাকার কারণে নতুন বিনিময় হার বিদ্যমান হারের কাছাকাছিই থাকবে বলেও আশা প্রকাশ করেন গভর্নর। তিনি বলেন, ‘বড় অঙ্কের বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে বিনিময় হার স্থিতিশীল রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজন হলে হস্তক্ষেপ করবে।’
উল্লেখ্য, গত এপ্রিলে ঢাকায় আইএমএফ-এর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়। এরপর একই মাসে ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ব্যাংক-ফান্ড বৈঠকে আলোচনার ধারাবাহিকতা বজায় থাকে। এই আলোচনায় বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় রাজস্ব প্রশাসন, বিনিময় হার ব্যবস্থা ও অন্যান্য কাঠামোগত সংস্কার নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।
সূত্র: https://www.youtube.com/watch?v=4Rgq7RImSwc
রাকিব