ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

জম্মু ও কাশ্মীরে ৪৮ ঘণ্টায় দ্বিতীয় সংঘর্ষ

প্রকাশিত: ০৯:২৪, ১৫ মে ২০২৫

জম্মু ও কাশ্মীরে ৪৮ ঘণ্টায় দ্বিতীয় সংঘর্ষ

ছবি : সংগৃহীত

জম্মু ও কাশ্মীরের আওয়ানতিপোরা এলাকায় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে নতুন করে বন্দুকযুদ্ধ শুরু হয়েছে। দক্ষিণ কাশ্মীরের ত্রাল এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর একটি যৌথ দল এই অভিযান শুরু করে।

কাশ্মীর পুলিশ জানায়, সংঘর্ষটি আওয়ানতিপোরার নাদার ও ত্রাল এলাকায় শুরু হয়েছে এবং এখনও তীব্র গুলিবিনিময় চলছে। এটি গত ৪৮ ঘণ্টায় কাশ্মীর অঞ্চলে দ্বিতীয় সংঘর্ষ।

এর আগে মঙ্গলবার (১৩ মে) জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে তিন সন্ত্রাসী নিহত হয়। ওই সংঘর্ষ প্রথমে কুলগামে শুরু হলেও পরে তা শোপিয়ানের একটি বনাঞ্চলে ছড়িয়ে পড়ে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্ত্রাসীদের থামানো হয়।

উল্লেখ্য, সম্প্রতি জম্মু ও কাশ্মীরে নিয়মিতভাবে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হচ্ছে। বিশেষ করে এপ্রিলের ২২ তারিখ পাহালগামে একটি সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর এসব অভিযান আরও তীব্র হয়েছে।

এই ঘটনার জবাবে ৭ মে ভারত "অপারেশন সিন্দুর" চালু করে, যেখানে পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের (পিওকে) ৯টি সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালানো হয়। এতে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পায় এবং পাল্টা হামলার ঘটনা ঘটে।

এরপর ১০ মে দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছায় এবং স্থল, আকাশ ও সমুদ্রে সব ধরনের সামরিক কার্যক্রম বন্ধে সম্মত হয়, যা বিকাল ৫টা থেকে কার্যকর হয়। তবে পাকিস্তান কয়েক ঘণ্টার মধ্যেই এই চুক্তি লঙ্ঘন করে।

সা/ই

×