ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ৩১ চৈত্র ১৪৩২

মারিয়া মিম

যদি ফিগারটাই না দেখাতে পারি, এত কষ্ট করে লাভ কি?

প্রকাশিত: ২৩:৩৪, ১৪ মে ২০২৫

যদি ফিগারটাই না দেখাতে পারি, এত কষ্ট করে লাভ কি?

ছবিঃ সংগৃহীত

সেলিব্রিটি ক্রিকেট লিগ ২০২৫ ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ও সমালোচনা। খেলার চেয়ে যেন বেশি নজর কেড়েছে অংশগ্রহণকারীদের অশালীন পোশাক ও আচরণ। এই লিগে ‘অশ্লীলতা ছড়ানোর’ অভিযোগে নয়জন সেলিব্রিটির বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে। এরই মধ্যে ভাইরাল হয়েছে অভিনেত্রী ও মডেল মারিয়া মিমের এক বিতর্কিত মন্তব্য।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে মারিয়া মিম বলেন, “আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না? এত কষ্ট করে লাভ কি?”

এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে একে ব্যক্তিগত মত বলে উড়িয়ে দিলেও, অনেকেই বলছেন—এটি স্পষ্টতই অশালীনতা ও দায়িত্বজ্ঞানহীনতা প্রকাশ করে।

ভিডিও দেখুনঃ https://youtu.be/Wx3JklO0qJs?si=_yMaJ1uDWR9e4AkJ

ইমরান

×