
আজ আমি শুধু কাঁদি না, আমি প্রতিজ্ঞা করি বলে মন্তব্য করেছেন পিনাকী ভট্টাচার্য।
আজ রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন পিনাকী।
পিনাকী তার পোস্টে বলেন, ছবিটা চোখে পড়তেই বুকটা ধ্বক করে উঠলো।
এ যে আমাদের সাগর। আর এই সাম্য তো সাগরের ভাই!!!
মাথার ভেতর ঝড় বয়ে গেলো।পুরোনো দিনের কুয়াশায় ঢাকা স্মৃতিগুলো একে একে জেগে উঠলো।
সাগর আমার খুব কাছের ছিলো উল্লেখ করে তিনি আরো বলেন,ঢাকায় যত রাজনৈতিক কর্মসূচি করেছি, সাগর ছিলো আমার ছায়ার মতো।তার ফোন মানেই কোনো মিটিং, কোনো মিছিল, কোনো প্রতিরোধ।
আমার অফিসে এসে ঘণ্টার পর ঘণ্টা বসে আড্ডা দিতো।একদিন সাম্যকেও এনেছিলো, ছোট্ট একটা ছেলেমানুষ — ক্লাস সেভেন কি এইটের ছাত্র, লাজুক আর মায়াভরা মুখ।
ভালো কিছু রান্না হলে সাগরকে ডাকতামই।সে সময় সাগরের বাসা ছিলো মিরপুরে। আমি যেতাম মাঝে মাঝে।
এক দুপুরে সাগর, সাম্য আর আমি একসাথে বসে খাচ্ছি সাগরের বাসায়।সাম্য একমনে খাচ্ছে—চুপচাপ, লজ্জায় মুখ নিচু করে রাখা বাচ্চাটা যেন এখনো চোখে ভাসে।
সেই সাগরের বাসায় শেষ গেছি সাত বছর আগে।আজ সেই স্নিগ্ধ কিশোরটির রক্তাক্ত ছবি দেখে মনে হচ্ছে, ঘাতক আমার বুকেই ছুরি বসিয়েছে।
সাম্য শুধু সাগরের ভাই না, সে আমারও ভাই উল্লেখ করে তিনি আরো বলেন, এ দৃশ্য কোনো ভাই যেন আর না দেখে।কোনো মা যেন এমন শূন্য কোলে আর না বসে।
সাম্যের খুনিদের জন্য এই পৃথিবীতে কোনো ক্ষমা নাই।সৃষ্টিকর্তা যেন তাকে শহিদের মর্যাদা দেন।আপনাদের কাছে আমার একটাই অনুরোধ—আমার এই ভাইয়ের ভুল-ত্রুটি ক্ষমা করে দিয়েন।আজ আমি শুধু কাঁদি না… আমি প্রতিজ্ঞা করি। এই রক্ত যাবে না বৃথা।এই মৃত্যু থামাবে না আমাদের পথ।
সাম্য, তুমি বেঁচে থাকবে আমাদের লড়াইয়ের শিরায় শিরায়।
ফুয়াদ