
ছবি: সংগৃহীত
হবিগঞ্জে ২৪ ঘণ্টার অভিযানে ১২ লক্ষাধিক টাকা মূল্যের চোরাচালানসহ ১ ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় আরও ৩ চোরাকারবারি পালিয়ে যায় বলে বিজিবি জানিয়েছে।
বুধবার (১৪ মে) দিনগত রাতে ৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় বিজিবির চুনারুঘাটের কালেঙ্গা সীমান্ত ফাঁড়ির টহল দল কৃষ্ণছড়া এলাকায় অভিযান চালিয়ে ২৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ৫ হাজার ৯৫০টি ভারতীয় জিলেড ব্লেডসহ আব্দুল আহাদ নামে এক চোরাকারবারিকে আটক করে। তিনি শ্রীমঙ্গলের জাম্বুরাছড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে। এসময় একই গ্রামের বাবুল হোসেনের ছেলে আব্দুল হাই, শফিক মিয়ার ছেলে মমিন মিয়া ও জাহিদ মিয়ার ছেলে মিলন মিয়া পালিয়ে যান।
এছাড়াও বুধবার সন্ধ্যা ৭টা পর্যন্ত ২৪ ঘণ্টায় আরও ৪টি আলাদা অভিযান পরিচালনা করে কালেঙ্গা, গুইবিল, চিমটিবিল ও তেলিয়াপাড়া সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা। তারা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থান কাপড়, জিলেট ব্লেড, ফুচকা ও ৫০ বোতল ফেনসিডিল জব্দ করেন।
৫৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান জানান, ৫টি অভিযানে জব্দ করা ভারতীয় পণ্য ও ফেনসিডিলের আনুমানিক মূল্য ১২ লাখ ৫১ হাজার টাকা প্রায়। চুনারুঘাট ও মাধবপুর থানায় মামলা দায়ের করে আটক আব্দুল আহাদকে এবং জব্দ করা পণ্যগুলো হস্তান্তর করা হয়েছে।
মো. মামুন চৌধুরী/রাকিব