
ছবি: সংগৃহীত
ওষুধ প্রশাসন সব ওষুধের দাম নির্ধারণ করতে পারবে বলে হাইকোর্টের দেওয়া রুল ঠিক ছিলো বলে রায় দিয়েছে আপিল বিভাগ। বুধবার (১৪ মে) সকালে এ আদেশ দেয়া হয়।
এর আগে, এক রিট আবেদনের পর, ২০২৪ সালের ২৯ এপ্রিল ইচ্ছামতো ওষুধের মূল্যবৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট।
ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের আদেশ বাস্তবায়ন করতে বলা হয়। একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি ঠেকাতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করে আদালত।
এছাড়াও বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
সূত্র: https://www.youtube.com/watch?v=etnmMN0jP3U
রাকিব