ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

বণ্টন ছাড়া এজমালি সম্পত্তি দখল করা যায়?

প্রকাশিত: ০৮:৪০, ১৫ মে ২০২৫

বণ্টন ছাড়া এজমালি সম্পত্তি দখল করা যায়?

ছ‌বি: সংগৃহীত

এজমালি সম্পত্তি বণ্টন না করে কোনো পক্ষ এককভাবে ভোগদখলে যেতে পারে না বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা।

তিনি বলেন, “এজমালি সম্পত্তি মানে যৌথভাবে থাকা সম্পত্তি, যা বাবা-মা মারা যাওয়ার পর ভাই-বোনদের মধ্যে থাকে। যদি বাবা-মা জীবদ্দশায় নির্দিষ্টভাবে কাউকে কোনো অংশ বুঝিয়ে না দিয়ে যান, তাহলে আপোষ বণ্টননামা বা রেজিস্ট্রার বণ্টননামা না হওয়া পর্যন্ত কেউ এককভাবে ভোগদখলে যেতে পারেন না।”

তিনি আরও বলেন, “এই বিষয়ে ভুল ধারণার কোনো সুযোগ নেই। রেজিস্ট্রেশন ছাড়া কেউ দখলে গেলে, অন্য ভাই-বোনরা চ্যালেঞ্জ করলে সেই দখল টিকবে না।”

 

সূত্র: https://youtube.com/shorts/9UiFRnvrtvM?si=T15eTox05DH1dELP

এএইচএ

×