
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো: শাহাদাত (৩৩) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
বুধবার (১৪ মে) রাত সাড়ে দশটায় নগরীর সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। সে নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে ও স্বপনের বাড়ির ভাড়াটিয়া।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে কয়েকজনের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে তিন-চারজন শাহাদাত কে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করেছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বড় বোন বলেন, ‘যারা এ হত্যার সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।’
নারায়ণগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির আহমেদ জানান, ‘পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে তদন্ত শুরু করেছে। প্রাথমিক তদন্তে জানা গেছে লোহা চুরি করে বিক্রি করা টাকার ভাগাভাগি নিয়ে কয়েকজনের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এ ঘটনা সাথে জড়িত তিনজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। নিহত শাহাদাতের বিরুদ্ধে চুরি ছিনতাই ডাকাতিসহ আটটি মামলা রয়েছে। নিহত শাহাদাত একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী।’
অপর একটি সূত্র দাবি করছে মাদক ব্যবসার টাকার ভাগাভাগি নিয়েও এই হত্যাকাণ্ডে সংঘটিত হয়ে থাকতে পারে।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
মিরাজ খান