
নেত্রকোনার মদন উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার চারদিন পর লাহুত মিয়া( ৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। লাহুত মিয়ার বাড়ি ওই উপজেলার বারবুড়ি গ্রামে। মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বারবুড়ি গ্রামে ফুটবল খেলাকে কেন্দ্র করে রবিবার বিকেলে গিয়াস উদ্দিন ও মানিক মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে লাহুত মিয়াসহ উভয়পক্ষের ১০-১২ জন গুরুতর আহত হন। স্বজনরা তাকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সেখানে চার দিন চিকিৎসার পর বুধবার রাতে তিনি মারা যান।
মদন থানার ওসি বলেন, লাহুত মিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর টিম পাঠানো হয়েছে৷ এছাড়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে লাশের ময়নাতদন্ত হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
রিফাত