
ছবি: সংগৃহীত
চ্যানেল টুয়েন্টি ফোরের জনপ্রিয় টক শো মিট দ্য পিপল-এ অংশ নিয়ে আলোচিত সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলমান আন্দোলনকে ‘পাতানো’ আন্দোলন বলে মন্তব্য করেছেন।
অনুষ্ঠানে উপস্থাপক মাসুদ কামালকে প্রশ্ন করেন, “আপনি ফেসবুক স্ট্যাটাসে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চলা আন্দোলনকে পাতানো আন্দোলন বলেছেন। আপনার কাছে কেন এটি পাতানো মনে হয়েছে?”
উত্তরে মাসুদ কামাল বলেন, “আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করতে যমুনা টেলিভিশনের সামনে যাত্রা করেছিল। কিন্তু তাদেরকে জলকামান দিয়ে প্রতিহত করা হয়েছে। আমরা জানি, যমুনা ভবনের আশেপাশে বিক্ষোভ করা ডিএমপির বিধিনিষেধে পড়ে। কিন্তু এরপরও যমুনার সামনে আরেকটি আন্দোলন হয়েছে, যারা সারারাত অবস্থান করতে পেরেছে এবং সরকারের পক্ষ থেকে তাদের জন্য পানি সরবরাহ করা হয়েছে। এমনকি রোদে যাতে তারা অতিরিক্ত উত্তেজিত না হয়, সেজন্য সিটি কর্পোরেশন ঠান্ডা পানি ছিটিয়েছে।”
তিনি আরও বলেন, “জগন্নাথের ছাত্রদের আন্দোলন এবং যমুনার সামনে হওয়া আন্দোলনের প্রতি সরকারের ভিন্ন ধরনের আচরণ থেকেই বোঝা যায় যে এখানে বৈষম্য আছে। এই বৈষম্যমূলক আচরণ থেকেই আমার মনে হয়েছে, এটি পাতানো আন্দোলন।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিভিন্ন সংগঠন ও গোষ্ঠী মাঠে সক্রিয় হয়েছে। তবে এই আন্দোলনের পেছনে প্রকৃত উদ্দেশ্য ও সরকারের ভূমিকা নিয়ে নানা প্রশ্ন উঠছে। মাসুদ কামালের বক্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
আসিফ