ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৬ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

আমরা এখন ‘দাবি-দাওয়ার শহরে’ পরিণত হয়েছি: রাশনা ইমাম

প্রকাশিত: ০৩:৫২, ১৬ মে ২০২৫; আপডেট: ০৩:৫৬, ১৬ মে ২০২৫

আমরা এখন ‘দাবি-দাওয়ার শহরে’ পরিণত হয়েছি: রাশনা ইমাম

ছবি: সংগৃহীত

আমরা এখন এমন এক শহরে বাস করছি, যেখানে কথায় কথায় ‘দাবি’ জানানো হচ্ছে। কারণ, একদিকে যেমন সমাবেশ করা, জনসভা করা, প্রতিবাদ যাত্রা করা—এসব ছাত্রছাত্রীসহ সবার মৌলিক অধিকার, তেমনি এই অধিকারগুলো অ্যাবসোলিউট রাইট নয় বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রাশনা ইমাম।


সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেলের একটি টকশোতে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সংবিধানের ৪৯ অনুচ্ছেদে বলা আছে, এই অধিকারগুলোর উপর যুক্তিসঙ্গত সীমাবদ্ধতা আরোপ করা যেতে পারে, তবে তা অবশ্যই আইন অনুযায়ী হতে হবে।এই অধিকার আমাদের আছে, কিন্তু আমরা অনেকেই আওয়ামী লীগ শাসনামলে তা প্রয়োগ করতে পারিনি, কারণ তখন প্রতিবাদ জানানোর মতো স্পেসই ছিল না। এখন আমি বিষয়টিকে একদিকে ইতিবাচকভাবেই দেখছি। তবে সমস্যাটা হলো—এখন একেবারে ‘দাবি দাওয়ার শহরে’ পরিণত হয়েছে ঢাকা। যুক্তিসঙ্গত হোক বা অযৌক্তিক—সব ধরনের দাবি জানানো শুরু হয়েছে।

তিনি আরো বলেন, এটা একটা বড় সংকেত, যে সমাজে কর্তৃত্ব বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা হারিয়ে গেছে। এই আস্থাহীনতার জন্য প্রথমত দায়ী দীর্ঘ ১৫ বছরের আওয়ামী লীগ শাসন। দ্বিতীয়ত, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আস্থা তৈরি করতে ব্যর্থ হয়েছে। মানুষ অনেক আশা নিয়ে তাদের গ্রহণ করেছিল, কিন্তু এখন পর্যন্ত সেই প্রত্যাশা পূরণ হয়নি।

দাবি দিলে যদি ফল পাওয়া যায়, তাহলে তো সবাই দাবি জানাবে।’ দাবি যতই অযৌক্তিক হোক না কেন, অনেক ক্ষেত্রেই কিন্তু ফল পাওয়া যাচ্ছে। ফলে সবাই সেই পথেই যাচ্ছে। অথচ সরকারকে রিঅ্যাক্টিভ নয়, প্রো-অ্যাক্টিভ হতে হতো।

এসএফ
 

আরো পড়ুন  

×