
ছবিঃ সংগৃহীত
শরীয়তপুরের জাজিরা উপজেলায় পদ্মা সেতুর সংলগ্ন এলাকায় ২ কিলোমিটার এলাকাজুড়ে বাঁধের অংশ ধীরে ধীরে ভাঙতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ডের সম্প্রতি করা এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। নদীতে পানি বৃদ্ধির সঙ্গে বাঁধের বেশ কিছু অংশ ভেঙে গেছে, যা স্থানীয় বাসিন্দাদের জন্য বড় ধরনের হুমকি তৈরি করেছে।
এলাকাবাসী বলছেন, যদি এখনই ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা না নেয়া হয়, তবে পাশের হাটবাজার, বসতি, পদ্মা সেতু নির্মাণকাজ, ক্যান্টনমেন্ট এবং বিস্তীর্ণ এলাকার বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। এলাকার বাসিন্দারা মনে করছেন, বর্ষায় নদীর স্রোত দ্রুত বাড়লে বাঁধের আরও বড় অংশ ভেঙে যেতে পারে, যার ফলে পুরো এলাকাটি নদীগর্ভে চলে যেতে পারে।
এক স্থানীয় বাসিন্দা জানান, "আমরা এখন কোথায় যাব? আগে যেমন এই এলাকাটি পুরোপুরি চলে গিয়েছিল, তেমনই আবার ভাঙলে আমাদের আর কিছুই থাকবে না।"
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ২০১০-১১ অর্থবছরে পদ্মা সেতুর পূর্বে ২ কিলোমিটার দীর্ঘ বাঁধ নির্মাণে ১১০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। বর্তমানে বাঁধের পরিস্থিতি আরও খারাপ হওয়ায়, স্থানীয়দের নিরাপত্তার জন্য শীঘ্রই একটি টেকসই বেলিবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানান, পূর্বের বাঁধের নির্মাণ কাজ ১০-১৫ বছর আগের, এবং এখনকার পরিস্থিতি বিবেচনায় এনে নতুন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে।
এখন এটি একটি চলমান প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাতে ভবিষ্যতে এলাকাটি নিরাপদে রাখা যায়।
মারিয়া