ঢাকা, বাংলাদেশ   সোমবার ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২

এই কাজের জন্য মধ্যপ্রাচ্যে ঠাঁই মিলছে না পাকিস্তানিদের, দেশে ফিরলো পাঁচ হাজারেরও বেশি লোক

প্রকাশিত: ১৩:৪৯, ১৬ মে ২০২৫; আপডেট: ১৪:১৩, ১৬ মে ২০২৫

এই কাজের জন্য মধ্যপ্রাচ্যে ঠাঁই মিলছে না পাকিস্তানিদের, দেশে ফিরলো পাঁচ হাজারেরও বেশি লোক

ছ‌বি: সংগৃহীত

সৌদি আরব থেকে ৫,০৩৩ পাকিস্তানি ভিক্ষুককে ফেরত পাঠানো হয়েছে, আর আরও পাঁচটি দেশ থেকে ভিক্ষাবৃত্তির অভিযোগে ৩৬৯ জনকে আটক করা হয়েছে গত ১৬ মাসে।

বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে পিপিপি এমএনএ সেহার কামরানের করা এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি এই তথ্য উপস্থাপন করেন।

মন্ত্রীর সরবরাহকৃত সরকারি তথ্যে দেখা যায়, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত থেকে মোট ৫,৪০২ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালেই এই ছয় দেশ থেকে ৪,৮৫০ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়, আর চলতি বছরে (২০২৫) এখন পর্যন্ত ফেরত এসেছে ৫৫২ জন।

যদিও প্রশ্নকারী গত তিন বছরের তথ্য জানতে চেয়েছিলেন, তবে মন্ত্রী জানুয়ারি ২০২৪ থেকে শুরু করে তথ্য উপস্থাপন করেন।

আশ্চর্যজনকভাবে, প্রদেশভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ফেরত পাঠানোদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ব্যক্তি সিন্ধু প্রদেশের। ভিক্ষাবৃত্তির অভিযোগে ফেরত পাঠানোদের মধ্যে সিন্ধু প্রদেশের ২,৭৯৫ জন, পাঞ্জাবের ১,৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়ার ১,০০২ জন, বেলুচিস্তানের ১২৫ জন, আজাদ কাশ্মীরের ৩৩ জন এবং ইসলামাবাদের ১০ জন।

সৌদি আরবের পর ইরাক থেকে সবচেয়ে বেশি সংখ্যক, অর্থাৎ ২৪৭ জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত, যারা পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা প্রদানে কড়াকড়ি আরোপ করেছে এবং বিষয়টি পাকিস্তান সরকারের সামনে জোরালোভাবে তুলেছে, তারা এই সময়ে ৫৮ জনকে ফেরত পাঠিয়েছে।

 

সূত্র: https://www.dawn.com/news/1911076

এএইচএ

×