
ছবি: সংগৃহীত
প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পণ্য ঘিরে শুরু হয়েছে তীব্র সমালোচনা। সোমবার ট্রাম্প ঘোষণা দিয়েছেন তার নতুন সুগন্ধি লাইন ― ‘Victory 45-47’― যা পুরুষ ও নারীদের জন্য তৈরি। বিশেষ আকর্ষণীয় হল, সুগন্ধিগুলো সোনালি রঙের ট্রাম্প মূর্তির বোতলে বিক্রি হচ্ছে।
ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম Truth Social-এ লিখেছেন, এই সুগন্ধির প্রতি ১০০ মিলি বোতলের দাম ২৪৯ ডলার। তবে দু’টি বা তার বেশি বোতল কিনলে প্রতি বোতলে ৫০ ডলার ছাড় পাবেন ক্রেতারা।
নারী সুগন্ধি বর্ণনা করা হয়েছে “সুবিন্যস্ত, সূক্ষ্ম নারীবাদী ঘ্রাণ, যা যে কোনো অনুষ্ঠানে আপনাকে অনন্য করে তুলবে” হিসেবে।
পুরুষ সুগন্ধি নিয়ে বলা হয়েছে, এতে রয়েছে “সমৃদ্ধ, পুরুষালী নোট যা স্থায়ী ও অভিজাত ফিনিশ উপহার দেবে”।
এর আগেও ট্রাম্প ‘Fight, Fight, Fight’ নামের একটি সুগন্ধি সেট বাজারে এনেছিলেন, যা তার উপর পেনসিলভানিয়ার বাটলারে এক হত্যাচেষ্টার ঘটনার পর তার মন্তব্য থেকে অনুপ্রাণিত। সেটি এখনো ১৯৯ ডলারে বিক্রি হচ্ছে।
তবে পণ্যের ওয়েবসাইটে স্পষ্ট বলা হয়েছে, “Trump Fragrances ডোনাল্ড জে. ট্রাম্প, দ্য ট্রাম্প অর্গানাইজেশন বা তাদের কোনো সহযোগী কর্তৃক ডিজাইন, তৈরি, বিতরণ বা বিক্রি করা হয় না।”
এই সুগন্ধি ইতিমধ্যে জনপ্রিয় সুগন্ধি ওয়েবসাইট Fragrantica-তে কিছু রিভিউ পেয়েছে। যদিও বেশির ভাগই মজার ছলে লেখা, একমাত্র কিছু সিরিয়াস রিভিউতে বলা হয়েছে, এটি “খারাপ নয়” তবে “কিছুই অসাধারণ নয়” এবং “একঘেয়ে”। এমনকি কেউ মন্তব্য করেছেন, এর মতো ঘ্রাণ প্রায় ২৬ ডলারে রস-এর মতো ডিসকাউন্ট স্টোরে পাওয়া যায়।
আঁখি