ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ফোনকল ফাঁস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

প্রকাশিত: ১৪:২৭, ১ জুলাই ২০২৫

ফোনকল ফাঁস, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী বরখাস্ত

পায়েতং তার্নকে সিনাওয়াত্রা

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। ফোনকল ফাঁস হওয়ার একটি অডিওকে কেন্দ্র করে  তাকে অব্যাহতি দেয়া হয়েছে। 

আজ মঙ্গলবার থাইল্যান্ডের সাংবিধানিক আদালতের নয় সদস্যের বেঞ্চের মধ্যে সাতজন বিচারক প্রধানমন্ত্রী পেতংতার্নের বিরুদ্ধে নৈতিক আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ গ্রহণ করে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেন। আদালত তাকে আত্মপক্ষ সমর্থনের জন্য আগামী ১৫ দিনের সময় বেঁধে দিয়েছে।

রায়ের পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেতংতার্ন বলেন, ‘আদালতের রায় আমি মেনে নিয়েছি। আমি সব সময় আমার দেশের জন্য সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি।’

ফাঁস হওয়া এই অডিওতে কম্বোডিয়ার সাবেক প্রধানমন্ত্রী হুন সেনের সঙ্গে তার কথোপকথনের বিষয় উঠে আসে।

তাসমিম

×