
ছবি : সংগৃহীত
টানা তৃতীয় দিনের মতো চার দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখী কাকরাইল মসজিদ মোড়ে জড়ো হচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী-সহ সাবেক শিক্ষার্থীরা। একই সঙ্গে চলছে গণঅনশন সমাবেশের প্রস্তুতি।
সকাল নয়টা থেকেই জড়ো হতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একের পর এক বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ সাবেকদের আন্দোলনস্থলে জড়ো হবার চিত্র দেখা যায় কাকরাইলে।
আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা জানিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা। ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে সংহতি প্রকাশ’ ব্যানারে কাকরাইল মোড়ে অনুষ্ঠিত সমাবেশে অংশ নিতে দেখা যায় অর্থনীতি বিভাগেরঅ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যদের।
সমাবেশে বক্তারা চার দফা দাবিকে ‘পূর্ণ যৌক্তিক’ উল্লেখ করে তা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার তীব্র নিন্দা জানান এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি তোলেন।
সকাল সাড়ে ১০টায় এক সংবাদ সম্মেলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. রইছ উদ্দিন বলেন, "আমরা পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রস্তুতি নিচ্ছি। আজ আমাদের সঙ্গে সাবেক শিক্ষার্থীরাও সংহতি প্রকাশ করেছেন। সরকার যদি আলোচনায় না আসে, তাহলে আন্দোলন কোন দিকে যাবে, কেউ জানে না।"
তিনি আরও বলেন, "সরকারি কোনো সংস্থা যদি আমাকে তুলে নিয়ে যায়, তারপরও আন্দোলন থেমে থাকবে না। নেতৃত্ব দেওয়ার জন্য অন্যরা প্রস্তুত রয়েছে। আমরা ভয় পাই না। প্রয়োজনে আত্মত্যাগ করতেও প্রস্তুত।"
সা/ই