
ছবিঃ সংগৃহীত
'দ্য রেড জুলাই' পেইজের একটি ভিডিও শেয়ার করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চল শাখার মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি উল্লেখ করেছেন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার জন্য এখনো বাকি ২৬ কর্মদিবস।
এছাড়া, তিনি যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে চব্বিশের জুলাইয়ের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের সময়ের একটি লাইভ ভিডিও স্ট্রিমিং দেখা যাচ্ছে, যা একজন সাংবাদিক আবু তৈয়ব ধারণ করেছেন। ভিডিওতে তিনি রাজপথের দৃশ্য তুলে ধরে বলেন, “আমাদের ভাইদের হত্যা করা হচ্ছে, আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে, আমাদের ভাইদের ধ্বংস করা হচ্ছে।” ভিডিওটির ক্যাপশন ছিলো, এটাকেই সাংবাদিকতা বলে। এখানে মূলত জুলাইয়ে নির্বিচারে গণহত্যার চিত্র তুলে ধরা হয়েছে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1BjtXQLo4C/
মারিয়া