
1. গাজায় আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৪৩-এ পৌঁছেছে বলে আল জাজিরাকে জানিয়েছেন স্থানীয় হাসপাতাল সূত্র। গত পাঁচ সপ্তাহে গাজায় প্রায় ৬০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে গত ৪৮ ঘণ্টাতেই প্রাণ গেছে ২৫০ জনের।
2. ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরের বেথলেহেম গভর্নরেট এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে কমপক্ষে ১৪ জন ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে, ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর আদেশ অনুযায়ী ১০০টিরও বেশি ঘরবাড়ি ভেঙে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যার ফলে প্রায় ৪০০ পরিবার গৃহহীন হয়ে পড়বে।
3. ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন বলেছেন, বর্তমান সময়টি অধিকৃত পশ্চিম তীর দখলের জন্য একটি “ঐতিহাসিক সুযোগ” এনে দিয়েছে বলে তিনি মনে করেন—এই মন্তব্য করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম।
4. ইরানের নতুন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান একটি নতুন আইনে সম্মতি দিয়েছেন, যার মাধ্যমে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-র সঙ্গে ইরানের সহযোগিতা স্থগিত করা হবে।
5. এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সাআর আহ্বান জানিয়েছেন জার্মানি, ফ্রান্স এবং যুক্তরাজ্যকে—২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তির তিনটি ইউরোপীয় স্বাক্ষরকারী দেশ—তারা যেন তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে।
6. গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা নিয়েও মন্তব্য করেছেন গিদেওন সাআর। তিনি বলেন, গাজায় আটক বন্দীদের মুক্ত করার যেকোনো সুযোগ হাতছাড়া করা উচিত নয়। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
Jahan