ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

৫ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম, ৫ জুলাই থেকে কার্যকর

স্টাফ রিপোর্টার, সিলেট

প্রকাশিত: ১৮:৩৬, ২ জুলাই ২০২৫

৫ দফা দাবিতে সিলেটে পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম, ৫ জুলাই থেকে কার্যকর

ছবি: সংগৃহীত

সিলেটে পাঁচ দফা দাবি আদায়ে সর্বাত্মক পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দিয়েছে সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। আগামী ৪ জুলাইয়ের মধ্যে দাবি মানা না হলে ৫ জুলাই থেকে জেলায় পরিবহন ধর্মঘট শুরু হবে বলে বুধবার (২ জুলাই) দুপুরে সিলেট নগরীর কোর্ট পয়েন্টে এক বিক্ষোভ সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকার ও প্রশাসন তাদের ন্যায্য দাবি উপেক্ষা করে আসছে। ফলে পাথর পরিবহন কার্যক্রমে মালিক-শ্রমিকরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের একপাক্ষিক সিদ্ধান্ত এবং ‘জিরো টলারেন্স’ নীতির নামে চলমান অভিযান বন্ধ না হলে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যেতে বাধ্য হবেন। এর দায় সরকারকেই নিতে হবে।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ক্রাশার মেশিন ধ্বংস বন্ধ, পাথর পরিবহনকারী ট্রাক আটকানো বন্ধ, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ এবং সিলেটের জেলা প্রশাসককে অপসারণ।

সমাবেশে সংহতি প্রকাশ করেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, “এই দাবিগুলো একেবারেই যৌক্তিক ও বাস্তবসম্মত। সরকারের উচিত দ্রুত ইতিবাচক পদক্ষেপ নেওয়া, নইলে সিলেটের অর্থনীতি অচল হয়ে পড়বে।” তিনি পরিবেশ রক্ষার পাশাপাশি শ্রমিক ও ব্যবসায়ীদের স্বার্থও সুরক্ষিত রাখতে পরিবেশসম্মতভাবে পাথর উত্তোলনের অনুমতি দেওয়ার আহ্বান জানান।

সমাবেশে পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আসিফ

×