
ছবি: জনকণ্ঠ
চট্টগ্রামের পটিয়া থানা পুলিশ বৈষম্য বিরোধী ছাত্রদের লাঠিপেটা করার কারণে ৭ ঘন্টা ধরে চলছে সড়ক অবরোধ। বুধবার সকাল ১১টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের পটিয়া সদরের মডেল মসজিদের সামনে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা এ বিক্ষোভ করে। এসময় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের পটিয়ায় ৭ ঘন্টা ধরে গাড়ি চলাচল বন্ধ থাকে। যার কারনে মানুষ ভোগান্তি পড়েন।
পটিয়া থানার ওসি জায়েদ নুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লাঠি দিয়ে পিটিয়ে ১৫জনকে আহত করেন। এর মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক রিদুয়ান সিদ্দিকীসহ রয়েছে। আজ সকালে ছাত্ররা প্রথমে থানা ঘেরাও পরে মহা সড়ক অবরোধ করে। ওসি জায়েদ নুরকে যতক্ষণ প্রত্যাহার করা হবে না ততক্ষণ আন্দোলন চালিয়ে যাবেন বলে ঘোষনা দেন।
এদিকে, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বিকেল ৫টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের সঙ্গে কথা বলেন। ছাত্রদের একটাই দাবি ওসি জায়েদ নূর প্রত্যাহার করতে হবে।
মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে সেনা বাহিনীর মেজর তানজিল হাসান আশ়্বাস দেন পুলিশের উধর্বতন কর্মকর্তাদের তিনি আলাপ করেছেন। তারা ৩-৪ ঘন্টা সময় চেয়েছেন। এর মধ্যে কিছু একটা হবে। তবে এ সিদ্ধান্ত ছাত্ররা মানেনি।
ছামিয়া