
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের কর্মী শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সকালে রাজধানীর শাহবাগ থানা ঘেরাও করেছে শিক্ষার্থীরা। তাদের দাবি সাম্য হত্যার পরে ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত তার হত্যার প্রধান অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি শাহবাগ থানা পুলিশ।
একই সঙ্গে তারা বলছেন, দীর্ঘ দিন ধরে শাহবাগ থানার নাকের ডগায় বসে সোহরাওয়ার্দী উদ্যানের মত একটি গুরুত্বপূর্ণ উদ্যান মাদকাসক্ত ব্যক্তিদের একটি অভয়ারণ্যে পরিণত হয়েছিলো যেটি শাহবাগ থানার একেবারেই পাশে। শাহবাগ থানাও এই সমস্ত অপরাধের সাথে জড়িত বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। তারা বলছেন এর দায় অবশ্যই শাহবাগ থানাকে নিতে হবে। সেজন্যই তারা আজকে শাহবাগ থানা ঘেরাও করেছেন।
মুমু