ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

শ্রীনগর বাজারে আগুন, শতাধিক দোকান পুড়ে ছাই

প্রকাশিত: ১৬:৪৯, ১৬ মে ২০২৫

শ্রীনগর বাজারে আগুন, শতাধিক দোকান পুড়ে ছাই

ছবি : সংগৃহীত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্রীনগর বাজারে অগ্নিকাণ্ড হয়েছে। এতে বাজারের শতাধিক দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ২টায় লাগা এ আগুন ছয় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনেন তারা। আগুন নিয়ন্ত্রণে আনতে একে একে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট যোগ দেয়। আগুনে লুঙ্গি পট্টি, মিঠাই পট্টি, দুধ পট্টি, সেকা রুটি পট্টি ও মুরগী পুট্টির সব দোকান পুড়ে গেছে।

আগুন নিয়ন্ত্রণে নেতৃত্ব দেওয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা সফিকুল বলেন, “শুক্রবার সকাল ৮টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে বাজারের শতাধিক দোকান পুড়ে যায়।”

শুক্রবার সকাল ৮টার দিকে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিন উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানের আশ্বাস দেন। তিনি বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের পাশে আছি। তাদের পুনর্বাসনের সর্বাত্নক চেষ্টা করবো।”

স্থানীয়রা বলছেন, জেলার বৃহৎ শ্রীনগর বাজারের একটি দইয়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। নৈশ প্রহরীরা তাৎক্ষণিক আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। কিন্তু এরই মধ্যে গাদাগাদি করে গড়ে ওঠা দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

 

সা/ই

×