ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জুলাই সমাবেশে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ

‘নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আপনারা কাদের পারপাস সার্ভ করছেন?’

প্রকাশিত: ০৩:৪০, ১৭ মে ২০২৫; আপডেট: ০৩:৪১, ১৭ মে ২০২৫

‘নির্বাচন কমিশনের কাছে জানতে চাই, আপনারা কাদের পারপাস সার্ভ করছেন?’

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে, আপনারা কাদের পারপাস সার্ভ করছেন? ফ্যাসিস্টের দোসররা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাদের সশরীরে এসে নির্বাচন কমিশনে পেপার সাবমিট করতে হবে। এটাতে সমস্যা কোথায়?’

শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লায় আহত, শহীদ ও বীর সন্তানদের সম্মানে জুলাই সমাবেশে ছাত্র-জনতার উদ্দেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের থেকে এটা প্রস্তাবনা দিয়েছিলাম, যারা ফেরারী আসামি আছে, যারা গণহত্যার আসামি আছে, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, তাহলে সশরীরে এসে তাদের পেপার সাবমিট করতে হবে। দুঃখজনক বিষয় হচ্ছে, নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে।’

এছাড়া, আগামীতে যাতে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়, সেজন্য হাসনাত আব্দুল্লাহ সমাবেশে উপস্থিত সহায়তা চেয়ে বলেন, ‘সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়ে আপনারা কথা বলেন।’

 

সূত্র: https://www.facebook.com/share/v/15Kzw9rMM2/

রাকিব

আরো পড়ুন  

×