ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জ্যৈষ্ঠের শুরুতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাণ্ডবের শঙ্কায় বিপদ সংকেত জারি!

প্রকাশিত: ০৪:৫০, ১৭ মে ২০২৫; আপডেট: ০৪:৫১, ১৭ মে ২০২৫

জ্যৈষ্ঠের শুরুতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস, তাণ্ডবের শঙ্কায় বিপদ সংকেত জারি!

ছবি: প্রতীকী

কয়েকদিন ধরে গরম কমলেও দেশের আবহাওয়া এখন এক অস্থির সময় পার করছে। জ্যৈষ্ঠের শুরুতে খানিকটা স্বস্তির বৃষ্টি মিললেও তাপদাহ পুরোপুরি কাটেনি। এখনও দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে। এই অবস্থায় শুক্রবার (১৬ মে) রাতের মধ্যেই ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলে ঝড়-বৃষ্টির তীব্র সম্ভাবনার কথা জানিয়েছিলেন আবহাওয়াবিদ শাইনুল ইসলাম।

তিনি জানিয়েছেন, শুক্রবার (১৬ মে) রাতের মধ্যে এসব অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ধেয়ে আসা এই দুর্যোগের আশঙ্কায় নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের জলবায়ু গবেষক ড. মোস্তফা কামাল পলাশ আরও ভয়াবহ চিত্র তুলে ধরেছেন। তার ভাষ্য, দেশের সাতটি বিভাগের বহু জেলার ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ প্রবল বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও ঢাকা, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, গাজীপুর, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম ও বান্দরবান-এইসব অঞ্চলে বজ্রঝড় এবং প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা অত্যন্ত বেশি। বিশেষ করে গ্রামের উন্মুক্ত স্থানে থাকা মানুষদের প্রতি রয়েছে আলাদা করে ঝুঁকি।

এছাড়া, এ মাসের শেষদিকে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড় ‘শক্তি’ আঘাত হানার আশঙ্কা রয়েছে। সরকার ইতোমধ্যে উপকূলীয় এলাকায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা, শুকনো খাবার মজুদ, এবং জরুরি সেবা দল সক্রিয় রাখার নির্দেশ দিয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান। ঘূর্ণিঝড়, বজ্রপাত ও আকস্মিক বৃষ্টিপাতের মতো দুর্যোগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=6ohTsFsKFc4

রাকিব

×