ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজা নিয়ে উদ্বেগ ট্রাম্পের, ইসরায়েলকে না জানিয়ে সিরিয়াকে স্বীকৃতি

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৫, ১৭ মে ২০২৫

গাজা নিয়ে উদ্বেগ ট্রাম্পের, ইসরায়েলকে না জানিয়ে সিরিয়াকে স্বীকৃতি

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্য সফরের শেষপ্রান্তে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার মানবিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। শুক্রবার (১৬ মে) সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি বলেন, “আমরা গাজার দিকে নজর দিচ্ছি। সেখানে অনেক মানুষ অনাহারে দিন কাটাচ্ছে। আমরা এটা সমাধান করব।

ট্রাম্পের এই মন্তব্য আসে এমন এক দিনে, যেদিন ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় কমপক্ষে ৬৪ জন নিহত হন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা প্রথমে মৃতের সংখ্যা ৫০ জন বলে জানালেও, উদ্ধারকাজে নিয়োজিত ব্যক্তিরা বলছেন, ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে আছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্দোনেশিয়ান হাসপাতালে ৪৮টি মরদেহ এবং নাসের হাসপাতালে আরও ১৬টি মরদেহ আনা হয়েছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেইর আল-বালাহ খান ইউনিসে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

এই প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমরা উভয় পক্ষকেই সহায়তা করতে চাই। শুধু ইসরায়েল নয়, ফিলিস্তিনিদের দিকেও আমাদের মনোযোগ দিতে হবে।

সিরিয়া নিয়ে একক সিদ্ধান্ত

গাজার প্রসঙ্গ ছাড়াও ট্রাম্প জানান, সিরিয়ার নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে তিনি ইসরায়েলের সঙ্গে কোনো পরামর্শ করেননি।আমি ওদের (ইসরায়েল) বিষয়ে কিছুই জিজ্ঞেস করিনি। আমার কাছে এটি সঠিক সিদ্ধান্ত মনে হয়েছে, এবং আমি নিয়ে অনেক প্রশংসা পেয়েছি,” বলেন ট্রাম্প।

গত সপ্তাহে তিনি সিরিয়ার ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘস্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। এর পরপরই সৌদি আরবের রাজধানী রিয়াদে তিনি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানও।

আহমেদ আল-শারা একসময় বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (HTS) নেতা ছিলেন, যা একসময় আল-কায়েদার শাখা ছিল এবং যুক্তরাষ্ট্র কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত ছিল। এই দল থেকে আল-শারা বের হয়ে নতুন রাজনৈতিক কাঠামোর নেতৃত্বে আসেন।

ট্রাম্প বলেন, “তিনি (শারা) তরুণ, দৃঢ়চেতা এবং অতীতে শক্ত অবস্থানে ছিলেন। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একটি ভালো কাজ করার সম্ভাবনা তাঁর রয়েছে।

মুমু

×