ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

বিভাজন এবং দখল: পশ্চিমারা ভারতকে চীনের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, দাবি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

প্রকাশিত: ০৯:৫৮, ১৭ মে ২০২৫; আপডেট: ০৯:৫৮, ১৭ মে ২০২৫

বিভাজন এবং দখল: পশ্চিমারা ভারতকে চীনের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে, দাবি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

ছবিঃ সংগৃহীত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা শক্তিগুলোর বিরুদ্ধে ভারত ও চীনের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করার অভিযোগ তুলেছেন। তিনি বলেছেন, পশ্চিমারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে তাদের চীনবিরোধী এজেন্ডা প্রচার করে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে চাইছে।

ল্যাভরভ বলেন, "এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বর্তমান পরিস্থিতি দেখুন, যা পশ্চিমারা ইন্দো-প্যাসিফিক হিসেবে আখ্যায়িত করছে। এই পরিবর্তন মূলত ভারত এবং চীনের মধ্যে বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যে করা হচ্ছে," এবং তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথার উদ্ধৃতি দিয়ে বলেন, পশ্চিমারা পুরানো ‘বিভাজন এবং দখল’ কৌশল ব্যবহার করছে। তার মতে, এটি পশ্চিমা শক্তির বৃহত্তর কৌশলের অংশ, যা এই দুই দেশের সম্পর্ককে দুর্বল করতে চাইছে।

এছাড়া, ল্যাভরভ আসিয়ান এর শক্তি কমানোর চেষ্টাকেও সমালোচনা করেছেন। তিনি বলেন, পশ্চিমারা আসিয়ানকে দুর্বল করার জন্য দেশের মধ্যে বিভাজন তৈরি করছে এবং তাদের ঐকমত্যের নীতি ক্ষুণ্ণ করছে। কিছু আসিয়ান সদস্য দেশকে একচেটিয়া এবং সংঘাতমূলক গোষ্ঠীগুলোর দিকে ঠেলে দেওয়া হচ্ছে, যা অঞ্চলের স্থিতিশীলতা হুমকির মুখে ফেলতে পারে, তিনি সতর্ক করেছেন।

ল্যাভরভ ইউরেশিয়া মহাদেশের জন্য একটি একক নিরাপত্তা কাঠামোর প্রস্তাবও দিয়েছেন। তিনি বলেন, ইউরেশিয়া অনেক বৈচিত্র্যময় সভ্যতার জন্মস্থল হলেও এটি একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক কাঠামো ছাড়াই রয়েছে। তিনি আফ্রিকার আফ্রিকান ইউনিয়ন এবং লাতিন আমেরিকার সেলাক (লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান রাষ্ট্রসমূহের সম্প্রদায়) এর উদাহরণ তুলে ধরে বলেন, ইউরেশিয়ার এমন একটি সংগঠন এখনো গঠন করা হয়নি।

 


 

মারিয়া

×