
ছবিঃ সংগৃহীত
তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে একটি বিবৃতিতে, দ্য রেড জুলাই টিম তাদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করেছে। টিমটি উল্লেখ করেছে যে তারা কোন একক রাজনৈতিক দলের পক্ষে নয়, এবং কোন দল বা গোষ্ঠীর প্রতিপক্ষও নয়। তবে, তারা যে কোনও ধরনের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকবে, এবং এমন অন্যায় যারা করবে, তাদের বিরুদ্ধে কাজ করবে।
বিবৃতিতে আরও বলা হয়েছে যে, কোন রাজনৈতিক দলই ১০০% বিশুদ্ধ নয়, তবে দ্য রেড জুলাই টিম তাদের কার্যক্রমের মাধ্যমে যে কোনো অন্যায় প্রকাশ করে জনগণের মাঝে তুলে ধরবে। তারা তাদের আনুগত্য বাংলাদেশের প্রতি প্রকাশ করে বলেন, "আমরা বাংলাদেশ পন্থী, ভারত বা পাকিস্তান পন্থী নই।"
"জুলাই জারি থাকবে, ইনকিলাব জিন্দাবাদ," — বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
এই ঘোষণা থেকে স্পষ্ট হয়েছে যে, দ্য রেড জুলাই টিম বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাবে এবং তারা দেশের উন্নতির জন্য অন্যায়ের বিরুদ্ধে নিজেদের ভূমিকা অব্যাহত রাখবে।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1C9tWg27Zk/
মারিয়া