ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

পেহেলোগাম ইস্যু নিয়ে হঠাৎ জাতিসংঘে যাচ্ছে কেন ভারত?

প্রকাশিত: ১৫:২৩, ১৭ মে ২০২৫

পেহেলোগাম ইস্যু নিয়ে হঠাৎ জাতিসংঘে যাচ্ছে কেন ভারত?

ছ‌বি: সংগৃহীত

কংগ্রেসের সংসদ সদস্য শশী থারুর সরকার কর্তৃক আমন্ত্রিত হয়ে এই মাসের শেষের দিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যসহ গুরুত্বপূর্ণ মিত্র দেশগুলোতে একটি সর্বদলীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই প্রতিনিধি দলগুলি পেহেলগাম সন্ত্রাসী হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারতের সন্ত্রাসবাদে শূন্য সহনশীলতার কঠোর মনোভাব বিশ্বকে জানাবে। শশী থারুর এক্স (পুরাতন টুইটার) প্ল্যাটফর্মে জানিয়েছেন, “জাতীয় স্বার্থের প্রশ্ন উঠলে এবং আমার সেবার প্রয়োজন হলে আমি পিছিয়ে থাকব না।”

সংসদীয় কার্যমন্ত্রণালয় জানিয়েছে, সাতটি সর্বদলীয় প্রতিনিধি দল এই গুরুত্বপূর্ণ রাজধানীগুলো পরিদর্শন করবে এবং সন্ত্রাসবিরোধী ভারতের দৃঢ় ঐক্য ও সংকল্প বিশ্বকে উপস্থাপন করবে। এই প্রতিনিধি দলগুলো ভারতের শক্তিশালী বার্তা বহন করবে, যা রাজনৈতিক পার্থক্যের ওপরে উঠে জাতীয় ঐক্যের প্রতিফলন।

সরকার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্য থেকে দক্ষ নেতাদের মনোনয়ন দিয়েছে। শশী থারুর পাশাপাশি বিজেপি সংসদ সদস্য রবি শঙ্কর প্রসাদ ও বৈজয়ন্ত পাণ্ডা, জেডিইউ’র সাংসদ সঞ্জয় ঝা, ডিএমকের কানিমোজি, এনসিপি (এসপি) থেকে সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত শিন্দে প্রতিটি একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এই সাত নেতার মধ্যে চারজন বর্তমান শাসক এনডিএ জোট থেকে এবং তিনজন বিরোধী ইন্ডিয়া ব্লকের।

প্রতিটি প্রতিনিধি দলে বিশিষ্ট কূটনীতিকরাও থাকবেন, যা ভারতের কূটনৈতিক প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে। অপারেশন সিঁদুর ও সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবিরোধী ভারতের লড়াইয়ের প্রেক্ষাপটে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সংসদীয় কার্যমন্ত্রী কিরেন রিজিজু এক্স-এ লিখেছেন, “গুরুত্বপূর্ণ সময়গুলোতে ভারত একত্রে দাঁড়ায়।” তিনি আরও বলেছেন, “এই প্রতিনিধি দলগুলো রাজনৈতিক পার্থক্যের বাইরে জাতীয় ঐক্যের শক্তিশালী প্রমাণ।”

 

সূত্র: https://www.hindustantimes.com/india-news/i-will-not-be-found-wanting-shashi-tharoor-on-leading-indias-anti-terror-diplomatic-outreach-101747458961770.html

এএইচএ

×