ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈশ্বরদীতে প্রফেশনাল এন্ড টেকনিক্যাল আইসিটি ইনষ্টিটিউটের উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী

প্রকাশিত: ১৫:২১, ১৭ মে ২০২৫

ঈশ্বরদীতে প্রফেশনাল এন্ড টেকনিক্যাল আইসিটি ইনষ্টিটিউটের উদ্বোধন

ঈশ্বরদীর আরামবাড়িয়া বাজার এলাকায় প্রফেশনাল এন্ড টেকনিক্যাল আইসিটি ইনষ্টিটিউটের উদ্বোধন উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা  ও দোয়ার আয়োজন করা হয়।

শনিবার বিকেলে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির পক্ষ থেকে আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সোসাইটির কেন্দ্রিয় সাংগঠনিক সচিব তৌহিদ আক্তার পান্না। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সাঁড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসিবুর রহমান হাক্কি মন্ডল ও ঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক জিএম দোলন। প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি স্বর্ণালী খাতুনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে আসাদুর রহমান,   রাহুল হোসাইন রানাসহ এলাকার বিশিষ্টজন ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে ও বিশেষ দোয়ার মাধ্যমে প্রফেশনাল এন্ড টেকনিক্যাল আইসিটি ইনষ্টিটিউটের উদ্বোধন  করা হয়।

রাজু

×