
ছবি: সংগৃহীত
ছেলেদের উপর যৌন সহিংসতা প্রতিরোধ, অধিকার রক্ষা এবং নিরাপদ ভবিষ্যত বিনির্মাণে পরামর্শক সভা রাজশাহীতে অনুষ্ঠিত হয়েছে। শনিবার নগরীর একরাজশাহীতে অনুষ্ঠিত হলো ছেলেদের উপর যৌন শোষণরোধে পরামর্শক সভা টি রেস্টুরেন্টের হলরুমে আন্তর্জাতিক জোট ফ্যামিলি ফর এভরি চাইল্ড-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ব্লু আমব্রেলা দিবস পালন উপলক্ষ্যে এ সভার আয়োজন করে উন্নয়ন সংগঠন এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডি।
সভায় ছেলেদের উপর যৌন নির্যাতন, লাঞ্ছনা এবং শোষণ থেকে কীভাবে অধিকতর সুরক্ষা নিশ্চিত করা যায় এ নিয়ে অলোচনা হয়। পরামর্শক সভায় ১৭ জন ছেলে ২৩ জন মেয়ে কন্যাশিশু তাদের মতামত উপস্থাপন করেন। ছেলে শিশুর উপর যৌন সহিংসতার প্রভাব, মূল কারণ, প্রতিকারে করণীয় এবং কাদের দায়িত্ব, পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণার লক্ষ্যে সকল ধরণের লিঙ্গ-নির্বিশেষে প্রতিটি শিশুর প্রয়োজনীয়তার প্রতি মনোযোগ আকর্ষণ সৃষ্টিতে অ্যাডভোকেসি করার উপর তাগিদ দেওয়া হয়। সুব্রত কুমার পাল পরামর্শক সভাটি পরিচালনায় মূখ্য ভূমিকা পালন করেন। এসময় এসিডি কর্মী আব্দুল হান্নান ও মৌসুমী খাতুন বিভিন্ন সেশন পরিচালনায় সহায়তা করেন।
পরামর্শক সভায় অংশগ্রহণকারীরা বলেন, ছেলেদের উপর যৌন হয়রানি বা সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক উদ্যোগ খুবই গুরুত্বপূর্ণ। অনেক ছেলে শিশু যৌন সহিংসতার শিকার হচ্ছে, কিন্তু সংকোচে বা লজ্জায় তারা কাউকে বিষয়টি শেয়ার করছেনা, যে কারণে এ ধরণের ঘটনা বেড়েই চলছে।
আসিফ