
ছবি: সংগৃহীত
বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ও যুক্তরাষ্ট্রের স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক অ্যাট কোর্টল্যান্ডের অধ্যাপক ড. বিরূপাক্ষ পালের সাম্প্রতিক এক সাক্ষাৎকার ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে বিতর্ক। দেশের অর্থনৈতিক স্থবিরতা, বিনিয়োগে মন্থরতা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তাঁর প্রকাশিত মন্তব্যের জবাবে কড়া সমালোচনা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত সাক্ষাৎকারে ড. পাল বলেন, “এই যে জিডিপি প্রবৃদ্ধি কমে গেছে, এটা হলো একেবারে স্থবিরতার লক্ষণ। এই পরিস্থিতিকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় আনতে হবে। অর্থনীতির স্বার্থে আইন-শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল রাখা জরুরি। এখন তো দেখা যাচ্ছে, প্রতিটি স্থাপনা ভেঙে ফেলা হচ্ছে, দোকানপাটে লুটপাট চলছে— এসব কিছুই অর্থনীতির জন্য ভালো বার্তা নয়।”
তাঁর এ বক্তব্যকে ঘিরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “হাসিনার উপকারভোগীর এমন মন্তব্যে আমি মোটেও বিস্মিত নই। বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ থাকাকালে যখন আমাদের ব্যাংকগুলো লুট হয়ে যাচ্ছিল, অর্থনীতি ভিতর থেকে ক্ষয়ে যাচ্ছিল— তখন তিনি নীরব ছিলেন। এখন আইনশৃঙ্খলা আর প্রবৃদ্ধি নিয়ে নৈতিক বোধ জেগেছে তাঁর? তাঁর বক্তব্যের বেশিরভাগই অসার কথা।”
ড. পালের মন্তব্য এবং প্রেস সচিবের প্রতিক্রিয়া ঘিরে অর্থনীতি ও রাজনীতির অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। অনেকেই মনে করছেন, দেশের সাম্প্রতিক অর্থনৈতিক বাস্তবতা নিয়ে সাবেক নীতিনির্ধারকদের দায় এড়ানোর সুযোগ নেই, আবার সমালোচনার ভাষা ও প্রেক্ষাপটও গুরুত্ব দিয়ে দেখা উচিত।
এম.কে.