ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২

মাত্র ৩০ মিনিটেই বদলে ফেলুন আপনার জীবন!

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:০২, ১৭ মে ২০২৫

মাত্র ৩০ মিনিটেই বদলে ফেলুন আপনার জীবন!

ছবি: সংগৃহীত

আমরা প্রায়ই ভাবি, ‘এই সপ্তাহেই গোটা আলমারি গোছাব,  ১০ হাজার ছবির মধ্যে বাচ্চাদের সেরা ছবিগুলো প্রিন্ট করে গ্যালারি বানাব। যেটা বাস্তবে আর কখনোই আসে না। বাস্তবতা হলো, পুরো একটা দিন নয়, অর্ধঘণ্টাও যথেষ্ট। রাতের খাবারের পরে, ডিশওয়াশার চালু করে দিয়েই আপনি ৩০ মিনিট বের করতে পারেন। এমনকি বাচ্চা ঘুমালে, এক কাপ চা নিয়েও এই সময়টা কাজে লাগানো সম্ভব। এই আধা ঘণ্টায় একটা ড্রয়ার গোছানো, একবার ব্যায়াম, এক প্লেট লাসাগনা রান্না, বা একটা টব লাগানো এইসব ছোট কাজগুলো করলেই বদলে যাবে দিন, এমনকি জীবনও।

একটি আলমারি পরিষ্কার করুন: শুরু করুন জুতার আলমারি দিয়ে। প্রয়োজন হবে স্বচ্ছ ব্যাগ, জুতা ব্রাশ, ‘ম্যাজিক ইরেজার’ স্পঞ্জ, এবং একটা পডকাস্ট। পুরনো, ছেঁড়া জুতা ফেলে দিন, ভালোগুলো জোড়ায় জোড়ায় ব্যাগে ভরে রাখুন। পুনঃব্যবহারযোগ্য, দানযোগ্য ও মেরামতযোগ্য জুতার আলাদা ব্যাগ করুন।

পুরনো জামাকাপড় কেনার অভ্যাস গড়ুন: সব কাজ বাসায় হবে না। সেকেন্ডহ্যান্ড দোকানে আধা ঘণ্টা কাটিয়ে আপনার পছন্দের রঙ ও প্রিন্ট বেছে নিতে শিখুন। ব্র্যান্ড নয়, কাপড়ের মান যাচাই করুন। আয়নায় ফিট দেখে নিতে ভুলবেন না।

জুয়েলারি ওয়াল বানান: মিলানে ডিজাইনার জেজে মার্টিনের ফ্ল্যাটে দেখা ধারণা অনুসরণ করে হারগুলো দেয়ালে ঝুলিয়ে রাখুন। চাইলে ভিন্টেজ ফ্রেমেও সাজাতে পারেন।

বিশেষ দিনের পোশাক আগেই ঠিক করুন: বিয়ের দিন সকালেও পোশাক নিয়ে দৌড়াদৌড়ি হোক না। এখনই পরীক্ষা করে রাখুন—সবকিছু মিলিয়ে সেলফি তুলে রাখুন, যেন পরে সময় বাঁচে।

৩০ মিনিটের বিউটি ব্লিটজ: সপ্তাহে কয়েকদিন রাতের আগে রেটিনল, মাস্ক, স্কাল্প ট্রিটমেন্ট, ক্যাস্টর অয়েল ব্যবহার করে নিজের যত্ন নিন। সকালে নিজেকে পাবেন সতেজ ও সজীবভাবে।

ওয়ালেট হালকা করুন: পুরনো রসিদ ও এক্সপায়ার্ড ভাউচার ফেলে দিন। লয়্যালটি কার্ড ডিজিটাল করুন, ব্যাকআপ হিসেবে দরকারি কার্ড রাখুন।

সঞ্চয় গোছান: কম সুদের অ্যাকাউন্টে টাকা রাখলে আপনি সুযোগ হারাচ্ছেন। Moneyfacts-এর মতো সাইট ঘেঁটে ভালো সুদের বিকল্প খুঁজুন। অনলাইনে অ্যাকাউন্ট খুলতে দেরি করবেন না।

একটা অর্ধঘণ্টা এই ছোট সময়টুকুই আপনার জীবনে বড় পরিবর্তনের শুরু হতে পারে। আপনি যদি নিজেকে একটু হিরো মনে করতে চান, তাহলে এখনই একটি পাওয়ার হাফ আওয়ার দিয়ে শুরু করুন।

শহীদ

×