
জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের ডেবরাইপেচ গ্রামে যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে পাথর্শী ইউনিয়নের ঢেঙ্গারগড় বাজারে বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনে এক পথসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ এস এম আব্দুল হালিম। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নবী নেওয়াজ খান লোহানী বিপুল, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জনাব জয়নাল আবেদীন সরকারসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাটের ফলে নদী ভাঙ্গন প্রতিরোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে হাজার হাজার পরিবার আগামী দিনে টেকসই উন্নয়ন পেতে সকলকে বিএনপি'র পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি ঘোষিত ৩১ দফাই হবে জনগণের উন্নয়ন অগ্রগতির বাহক।
রাজু