ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৭ মে ২০২৫, ২ জ্যৈষ্ঠ ১৪৩২

ঢাকায় চলবে ৪০০ বৈদ্যুতিক বাস, চালু হচ্ছে ১ জুলাই থেকে: আসিফ মাহমুদ

প্রকাশিত: ২১:৪৯, ১৬ মে ২০২৫

ঢাকায় চলবে ৪০০ বৈদ্যুতিক বাস, চালু হচ্ছে ১ জুলাই থেকে: আসিফ মাহমুদ

ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকায় গণপরিবহন খাতে নতুন যুগের সূচনা হতে যাচ্ছে। পরিবেশবান্ধব ও আধুনিক নগর পরিবহনের লক্ষ্যে ঢাকায় চালু হচ্ছে ৪০০ বৈদ্যুতিক বাস। আগামী ১ জুলাই থেকে এ প্রকল্প শুরু হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৬ মে) তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানান।

আসিফ মাহমুদ লিখেছেন, "ঢাকায় চলবে বৈদ্যুতিক বাস। গণপরিবহনের সমস্যার টেকসই সমাধান ও পরিবেশ রক্ষায় এটি সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।"

প্রকল্পের বিবরণ:

  • মোট ৪০০টি বৈদ্যুতিক বাস কেনা হবে

  • স্থাপন করা হবে ৩টি চার্জিং ডিপো

  • প্রকল্পটি শেষ হবে ২০৩০ সালের মধ্যে

অর্থায়ন:

  • বিশ্বব্যাংক দেবে ২,১৩৫ কোটি টাকা

  • বাংলাদেশ সরকার দেবে ৩৭৫ কোটি টাকা

এই প্রকল্পের মাধ্যমে নগরবাসী পাবেন আধুনিক, নির্ঝঞ্ঝাট ও পরিবেশবান্ধব গণপরিবহন সুবিধা। এটি শুধু যানজট ও দূষণ হ্রাসেই অবদান রাখবে না, বরং নাগরিক জীবনের মান উন্নয়নেও বড় ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

ইমরান

আরো পড়ুন  

×