ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

কোটা দিলে বিক্ষোভ, ছুটি দিলে প্রশান্তি  ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত: ২১:৩৪, ২ জুলাই ২০২৫

কোটা দিলে বিক্ষোভ, ছুটি দিলে প্রশান্তি  ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা

সংগৃহীত

সরকার ২০২৫ সালের ৫ আগস্ট (সোমবার) তারিখে সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, ৫ আগস্ট একটি ধর্মীয় গুরুত্বপূর্ণ দিন হওয়ায় সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহে সাধারণ ছুটি পালন করা হবে। তবে অত্যাবশ্যকীয় সেবা ও জরুরি দপ্তরসমূহ নিজস্ব ব্যবস্থাপনায় খোলা থাকবে।

বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ অ্যাকাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

এছাড়াও, ব্যাংক-বিমা এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য কেন্দ্রীয় ব্যাংক পৃথক নির্দেশনা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

যথাযথ ধর্মীয় ভাবগম্ভীরতায় পালনের উদ্দেশ্যে ৫ আগস্ট সাধারণ ছুটি দেওয়া হয়েছে, যদিও প্রজ্ঞাপনে নির্দিষ্ট করে ছুটির কারণ উল্লেখ করা হয়নি। তবে সূত্রমতে, এই দিনটি মুসলিম সম্প্রদায়ের একটি ধর্মীয় উপলক্ষ্য হিসেবে পালিত হবে।

ছুটি সামনে রেখে দেশের বিভিন্ন এলাকায় যাত্রাপথে মানুষের চাপ বাড়তে পারে। এজন্য বাস-রেল ও নৌযান কর্তৃপক্ষকে আগেভাগেই প্রস্তুত থাকতে অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্ট মহল।

৫ আগস্টের সাধারণ ছুটি কেবল একটি সরকারি ঘোষণা নয়, বরং এটি দেশের মানুষের জন্য একটু বিশ্রাম, আত্মিক সংযোগ কিংবা পারিবারিক সময় কাটানোর সুযোগ। তবে এই ছুটিকে ঘিরে যেন জনদুর্ভোগ না বাড়ে, সে বিষয়ে সরকারের পাশাপাশি আমাদের সকলেরই দায়িত্বশীল আচরণ প্রয়োজন।

হ্যাপী

×