
সম্পদের তথ্য চেয়ে পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানকে নোটিশ দিয়েছে দুদক। বুধবার (২জুলাই) দুপুরে প্রতিমন্ত্রীর নিজ বাড়ি কুড়িগ্রামের রৌমারীতে এ নোটিশ জারি করে দুদক।
তালাবদ্ধ থাকায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে বাড়ির বাইরের গেটে এ নোটিশ টানিয়ে দেন দুদকের কুড়িগ্রামের সমন্বিত অফিসের উপ-সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান।
যাদের নামে নোটিশ জারি করা হয় তাঁরা হলেন, সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী সুরাইয়া সুলতানা ও তাঁর ছেলে সাফায়াত বিন জাকির ও মেয়ে জাকিয়া তাবাসসুম।
দুদকের এ নোটিশে বলা হয়, তাঁদের নিজ নামে বা বেনামে যাবতীয় স্থাবর,অস্থাবর সম্পদ, দায়দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত তথ্য বিবরণী দাখিলের নির্দেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে দুদকের কুড়িগ্রাম জেলা সমন্বিত অফিসের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, "দুদক থেকে আদেশপ্রাপ্ত হয়ে আওয়ামী লীগের সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের স্ত্রী ও দুই সন্তানের নামে নোটিশ জারি করা হয়। তাঁদেরকে না পাওয়ায় সাংবাদিকদের উপস্থিতিতে বাড়ির গেটে এ নোটিশ টানিয়ে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না পেলে অথবা মিথ্যা তথ্য দিলে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে" বলে জানান দুদকের এই কর্মকর্তা।
Mily