ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, রংপুরে আধুনিক ল্যাব চালু

হুমায়ুন কবীর মানিক, রংপুর

প্রকাশিত: ২১:৩৯, ২ জুলাই ২০২৫

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত, রংপুরে আধুনিক ল্যাব চালু

ছবি: জনকণ্ঠ

মা ও শিশুদের স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে রংপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে নতুন একটি প্যাথলজিক্যাল ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে এই ল্যাবের উদ্বোধন করেন পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক ডা. আশরাফী আহমেদ।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবার-পরিকল্পনা বিভাগীয় কার্যালয়ের পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. সুলতান আহমেদ, ডা. সোহেল হাবীব, ডা. রফিকুল ইসলাম তালুকদার, জেলা কার্যালয়ের উপ-পরিচালক সাইফুল ইসলাম, পরিবার-পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নাসির আহমেদ, ডা. আনম মোস্তফা কামাল মজুমদার, সহকারী পরিচালক শাহ মো. নুর প্রমুখ।

এ সময় মহাপরিচালক ডা. আশরাফী আহমেদ হাসপাতালে সেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

শহীদ

×