ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

শহিদ সাব্বিরের কবর জিয়ারত করলো ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

সংগীত কুমার, কন্ট্রিবিউটিং রিপোর্টার, ইসলামী বিশ্ববিদ্যালয়

প্রকাশিত: ২১:৩৯, ২ জুলাই ২০২৫; আপডেট: ২১:৪১, ২ জুলাই ২০২৫

শহিদ সাব্বিরের কবর জিয়ারত করলো ইবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

ছবিঃ জনকণ্ঠ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই অভ্যুত্থানের শহিদদের স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শহীদ সাব্বির আহমেদের কবর জিয়ারত করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখা।

বুধবার (২ জুলাই) সকাল ১০টায় সংগঠনের নেতাকর্মীরা ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামে শহীদ সাব্বিরের কবর জিয়ারত করেন। পরে শহিদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

কবর জিয়ারত শেষে সংগঠনের নেতৃবৃন্দ শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান এবং আগামীতেও তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সমন্বয়ক এস. এম. সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রাব্বানী, ইয়াশিরুল কবিরসহ অন্যান্য নেতাকর্মীরা।

সংগঠনের সমন্বয়ক এস. এম. সুইট বলেন, “আমরা শহীদ সাব্বিরের পরিবারের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছি। ভবিষ্যতেও এই পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছি।”

আলীম

×