
"নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা।" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জকে একটি গ্রীন সিটিতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
বুধবার (২রা জুলাই) বেলা ১১টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ এলাকায় এক ব্যতিক্রমধর্মী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক। ব্রহ্মপুত্র নদীর পাড়ে কৃষ্ণচূড়া ও রাধাচূড়ার মনোমুগ্ধকর রঙে রাঙাতে তিনি নিজ হাতে গাছ রোপণ করে এ কর্মসূচির সূচনা করেন।
শুধু বৃক্ষরোপণ নয়, এদিন পরিবেশ রক্ষার পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধি ও আইনশৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে একাধিক উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। সোনাকান্দা-কলাগাছিয়া খালের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ উদ্বোধনের পাশাপাশি উদ্বোধন করেন সিসিটিভি প্রকল্প ও উপজেলা আইসিটি ভবন।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যবই বিতরণ ও কৃষকদের মাঝে চারা বিতরণের মধ্য দিয়ে কর্মসূচিকে আরও বিস্তৃত করা হয়।
জেলা প্রশাসক বলেন, “আমার লক্ষ্য নারায়ণগঞ্জকে এমন এক শহরে রূপান্তর করা, যেখানে মানুষ বিশুদ্ধ বাতাসে নিঃশ্বাস নিতে পারে, প্রকৃতির সান্নিধ্যে বেড়ে উঠতে পারে নতুন প্রজন্ম। বৃক্ষরোপণ একদিকে পরিবেশ রক্ষায় সহায়ক, অন্যদিকে এটি একটি স্থায়ী সদকায়ে জারিয়াও বটে। বনজ, ফলজ—সব প্রকার গাছই লাগাতে আমরা উৎসাহ দিচ্ছি।”
এসময় উপস্থিত ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি, মুছাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির কর্মকর্তারা।
রিফাত