ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বাংলাদেশিদের জন্য সুখবর: ৫ লাখ শ্রমিক নেবে ইতালি

প্রকাশিত: ২০:২২, ২ জুলাই ২০২৫

বাংলাদেশিদের জন্য সুখবর: ৫ লাখ শ্রমিক নেবে ইতালি

ছবি: সংগৃহীত।

ইউরোপের শিল্প ও ঐতিহ্যে সমৃদ্ধ দেশ ইতালিতে কৃষি, শিল্প ও পর্যটন খাতে প্রতিবছরই বিপুল সংখ্যক শ্রমিকের চাহিদা তৈরি হয়। এই চাহিদা পূরণে নিয়মিত বিদেশি শ্রমিক নিয়োগ দিয়ে থাকে দেশটির সরকার।

সাম্প্রতিক ঘোষণায় ইতালীয় সরকার জানিয়েছে, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ৪,৯৭,৫৫০ জন বিদেশি শ্রমিক নেয়া হবে। এর মধ্যে ২০২৬ সালেই ১,৬৪,৮৫০ জন শ্রমিকের কোটা নির্ধারণ করা হয়েছে।

ইতোমধ্যে আবেদন গ্রহণের তারিখও ঘোষণা করা হয়েছে:

  • ১২ জানুয়ারি: কৃষি খাত

  • ৯ ফেব্রুয়ারি: পর্যটন খাত

  • ১৬ ফেব্রুয়ারি: স্থায়ী ও সঞ্চিত কর্মসংস্থান

  • ১৮ ফেব্রুয়ারি: দক্ষ ও অভিজ্ঞ শ্রমিক

তথ্যমতে, আগের বছরের মতো এবারও এই চার ক্যাটাগরিতে বহু বাংলাদেশি শ্রমিকের আবেদন করার সুযোগ থাকছে। ইতোমধ্যে অনেক বাংলাদেশি অভিবাসন প্রত্যাশী এই ঘোষণায় আশাবাদী হয়ে উঠেছেন।

তবে সংশ্লিষ্টরা বলছেন, আবেদনকারীদের এবার হতে হবে আরও বেশি সতর্ক ও সচেতন। অনেকেই দালাল চক্র বা অসাধু ব্যবসায়ীদের ফাঁদে পড়ে অর্থনৈতিক ও মানসিক ক্ষতির শিকার হয়েছেন। অনেক আবেদনকারী এখনো ভিসার অপেক্ষায় রয়েছেন।

সংশ্লিষ্টরা পরামর্শ দিচ্ছেন, যারা আবেদন করবেন তারা যেন সরকারি নির্দেশনা ও নির্ভরযোগ্য এজেন্সির মাধ্যমে লেনদেন করেন, এবং কোনভাবেই প্রতারণার শিকার না হন।

উন্নত জীবনের প্রত্যাশায় গত কয়েক বছরে হাজারো বাংলাদেশি স্পন্সর ভিসার মাধ্যমে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছেন। যদিও একজনের সফলতার পেছনে অনেকের ব্যর্থতা লুকিয়ে থাকে। তাই এবারের সুযোগ যেন হয় আরও সফল এবং নিরাপদ—সেই দিকেই নজর রাখছেন সংশ্লিষ্ট অভিবাসন বিশ্লেষকরা।

নুসরাত

×