
ছবি: জনকন্ঠ
চট্টগ্রামের পটিয়া থানার ওসি জায়েদ নুরের অপসারণ ইস্যু নিয়ে দীর্ঘ ৮ ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। বুধবার সন্ধ্যা ৭টায় এ গাড়ি চলাচল স্বাভাবিক হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের পুলিশ পিটানোর অভিযোগে বুধবার সকাল থানা ঘেরাও ও পরবর্তীতে মহাসড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ ছাত্রনেতারা।
অবরোধকৃত স্থানে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান ও সেনা বাহিনীর পটিয়া ক্যাম্পের মেজর তানজিল হাসান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সমন্বয়ক খান তালাত মাহমুদ এক ব্রিফিং এ বলেন, "রাতের মধ্যে (বুধবার) পটিয়া থানার ওসিকে প্রত্যাহার করা না হলে কাল (বৃহস্পতিবার) থেকে পুনরায় পটিয়াসহ চট্টগ্রামে আন্দোলন চালিয়ে যাবো।"
পটিয়া সেনা ক্যাম্পের মেজর তানজিল হাসান বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের উদ্দেশ্যে বলেন, "মানুষের দুর্ভোগ হয় এমন কিছু করা যাবে না। ওসি জায়েদ নূরকে অপসারণ করার বিষয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ হয়েছে। তারা আশ্বাস দিয়েছেন সরিয়ে নিবেন।"
Mily